খোলাবাজার অনলাইন ডেস্ক : নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন কাউকে দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করছে এবং শক্ত অবস্থানে আছে ও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি অন ক্যামেরা ক্রয়ের প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে বলে উপদেষ্টা জানান।
তিনি বলেন, রাস্তার পাশে যে বিভিন্ন দোকানে তেল বিক্রি হয় এটা কিছুদিনের জন্য বন্ধ করা হবে। অনেক সময় এ তেল ব্যবহার করে অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে। তাছাড়া মেট্রো রেল, রেল স্টেশন, ট্রাইব্যুনালসহ কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কয়েক জায়গায় বাসে আগুন ও কয়েকটি কটকেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলো যাতে আর না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি এ সময় সব রাজনীতি দলকে অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, যে সন্ত্রাসীগুলো জামিনে বের হয়ে যাচ্ছে তারা অন্য কোন অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে পুনরায় তাদের গ্রেপ্তার করা হবে।
নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে কোন সন্ত্রাসী আসার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেখানে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে যাতে কোনো ধরনের সন্ত্রাসী দেশে না ঢুকতে পারে এবং দেশের ভেতর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে।