Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ঃ আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ সফলতার ২০ বছর উদযাপন করেছে। ২৩ ফেব্রুয়ারি ঢাকা কমার্স কলেজের কালচারাল ক্লাব এসেম্বলি রুমে ক্লাবের ২০তম চার্টার ডে অনুষ্ঠিত হয়।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাব মডারেটর এস এম আলী আজম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি মো. মিজানুর রহমান, সদ্য প্রাক্তন সভাপতি মো. নাবির হোসেন ও নির্বাচিত সভাপতি শেখ আহসানুর রহমান জিম। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. তরিকুল ইসলাম।

উল্লেখ্য, ১৮ আগস্ট ২০০১ রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ গঠিত হয়। ২০০২ সালের ২২ ফেব্রুয়ারি রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক চার্টার লাভ করে। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব- এ আন্তর্জাতিক শ্লোগান নিয়ে এবং ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো এবং স্বাবলম্বী হও’- এ ক্লাব থিম নিয়ে ক্লাবটি প্রতি বছর বিভিন্ন সেবা-কার্যক্রম সম্পাদন করে আসছে। ইতোমধ্যে ক্লাবটি সফলতার ২০ বছর অতিক্রান্ত করেছে এবং ২০২০ সালে ক্লাবটি রোটার‌্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশ এর সেরা ক্লাব নির্বাচিত হয়েছে।

ক্লাবের ২০তম আন্তর্জাতিক সনদ লাভ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্টের সভাপতি আসিফ আহমেদ আপন, রোটার‌্যাক্ট ক্লাব অব দিলকুশার সভাপতি পার্থ সারথি দাস, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি মাহবুবুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাব অব গুলশান অ্যাভিনিউর সভাপতি মাহফুজুল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা সুপ্রিমের সভাপতি সিফাতুল ইসলাম প্রান্ত, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা অর্কিডের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, রোটার‌্যাক্ট ক্লাব অব ইডেন কলেজের সভাপতি টি এম তাকওয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব গুলশান লেক সিটির সভাপতি রুবায়েদ হোসেন অংকুর, রোটার‌্যাক্ট ক্লাব পূর্বাশা প্লাশের সভাপতি ফখরুল ইসলাম রিফাত, রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের  সভাপতি জিয়া উদ্দিন, রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার সভাপতি জাহাঙ্গির আলম, রোটার‌্যাক্ট ক্লাব অব মিরপুর ঢাকার নির্বাচিত সভাপতি সৈয়দ আশিকুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা গ্রান্ডের সচিব ফাবিহাহ্ তাসনিমা এবং রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার আন্তর্জাতিক সেবা পরিচালক এশা মনি।

সভায় উপস্থিত রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সচিব মাহির শাহরিয়ার পূণ্য, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সহ সম্পাদক মালিহা আলম, ক্লাব সেবা পরিচালক মুবিন শুভ্র, আন্তর্জাতিক সেবা পরিচালক নিয়নতা মাহজাবিন, সমাজসেবা পরিচালক আদিবা আজম মাটি, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস আব্দুর রহমান হিমেল ও রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদস্য নওশিন ইসলাম প্রমুখ।

২০ বছরের পথচলায় রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ যেসব কর্মসূচি পালন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় শোক দিবস পালন, মহান বিজয় দিবস উদযাপন, ৫ বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন, ১৮ বার পোলিও টিকা ক্যাম্প, ১০ম  রক্তদান কর্মসূচি, ৮ম ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, ৭ম ফ্রি ডায়াবেটিস টেস্ট কর্মসূচি, ৩য় ফ্রি ডেন্টাল ক্যাম্প, ৭ম বৃক্ষরোপণ কর্মসূচি, ১৯তম ক্লাব অভিষেক, ৮ম খাদ্য বিতরণ কর্মসূচি, ৯ম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, ১০ম ক্যারিয়ার কনফারেন্স, ৪র্থ ভাষাজ্ঞান প্রতিযোগিতা, ৩য় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৬ষ্ঠ রোটা-কুইজ প্রতিযেগিতা, ৩য় হেল্থ ক্যাম্প, নেইল কাটার বিতরণ, ১৮তম ইফতার মাহফিল, ২০তম চার্টার ডে উদযাপন, ৪৮৮তম নিয়মিত সভা, ৭১তম যৌথসভা, ডিআরআর অফিসিয়াল ক্লাব ভিজিট, মাসিক বুলেটিন প্রকাশ, দেয়ালিকা প্রকাশ ইত্যাদি। রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ২৭তম জেলা পেসেটস, ৩৩তম জেলা অভিষেক, ৩৬তম রোটার‌্যাক্ট জেলা প্রশিক্ষণ সম্মেলন-ইনসাইট, জেলা হ্যাংআউট-রিফ্রেস ও জেলা ঈদবস্ত্র বিতরণ-ঈদ আনন্দ ইত্যাদি কর্মসূচি পালন করেছে। রোটার‌্যাক্ট জেলা কনফারেন্স, অ্যাসেম্বলি, প্যাসেট্স, অভিষেক, অ্যাওয়ার্ড, পিকনিক, র‌্যালি, কলার হ্যান্ডওভারসহ বিভিন্ন প্রোগ্রামে এ ক্লাবের সর্বাধিক সংখ্যক সদস্য অংশগ্রহণ করে।