খােলাবাজার২৪,সোমবার, ০১ র্মাচ ২০২১ঃ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সম্মানিত ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মেদ২০১৯-২০ অর্থবছরেবৃহৎ করদাতা ইউনিটে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন। বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ- কমিটির মাননীয় চেয়ারম্যান, এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্টজনাব কাজী আকরাম উদ্দিন আহ্মেদএকই অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনে দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী হিসেবেও স্বীকৃতি অর্জন করেন।এ উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মেদএর পক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএউক্ত সম্মাননা গ্রহণ করেন।