Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

হাবিবুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তিনি আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় উপজেলার বালিপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। হাবিবুর রহমান  গণমাধ্যমকে জানান , উপজেলার বালিপাড়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ। তিনি বালিপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ জন্য আজ মঙ্গলবার সকালে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের ইন্দুরকানি শাখায় সাড়ে পাঁচ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেন। এরপর দুপুর ১২টার দিকে হাবিবুর রহমানের শ্যালক আবুল কালাম গাজী ট্রেজারি চালান ফরম নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা পরিষদের প্রাঙ্গণে বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতির অনুসারীরা চালান ফরম ছিনিয়ে নেন।