খােলাবাজার২৪,শনিবার, ১৩র্মাচ ২০২১ঃ টরন্টোয় শহিদ মিনার নির্মাণ কমিটি OTIMLD INC.) গত ১০ মার্চ জরুরি এক বোর্ড সভায় OTIMLD INC. কমিটি সংকুচিত করে সাতজনের কমিটি গঠনের প্রস্তাবে গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব গৃহিত হয়। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী সাতজন পরিচালকের নুতন কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ ১৩ মার্চ অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (OTIMLD INC.) বর্তমান নুতন কমিটির একটি সাধারণ সভা আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারপার্সন চয়নিকা দত্ত, সৈয়দ আব্দুল গফফার, মির্জা শাহীদুর রহমান, মনির ইসলাম, জামাল হোসেন, আবুল আজাদ এবং ম্যাক আজাদ উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে যে সকল পরিচালকবৃন্দ তাদের অভীষ্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
OTIMLD INC. দীর্ঘ সাত বছরে পথযাত্রায় যে সকল পরিচালকরা যোগ দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আন্তর্জাতিক মাতৃভাষাদিবস সৌধ তথা আমাদের শহিদ মিনার নির্মাণে সহযোগী সকল ব্যক্তি, সংগঠন, অর্থদাতা, কমিউনিটি নেতৃবন্দ, স্বেচ্ছাসেবী সহ প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষাদিবস সৌধের নির্মাণ কাজ প্রায় শেষ। হুইল চেয়ারে শহিদ বেদিতে যাওয়ার সুবিধার জন্য লেভেলিং সহ অল্পকিছু কাজ সম্পন্ন হলেই এটি সিটি অফ টরন্টোর কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দু:খজনক হলেও সত্য কোভিড-১৯ মহামারী ও সরকারি নিষেধাজ্ঞার কারণে গত ২১শে ফেব্রুয়ারি আমাদের প্রাণের শহিদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। আগামীতে আমরা সবাই মিলে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস সৌধ (শহিদ মিনার) এ শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার প্রত্যাশা ব্যাক্ত করছি।
কমিউনিটির সকল নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ যারা প্রথম থেকে অথবা বিভিন্ন সময়ে OTIMLD INC’ র কমিটিতে ছিলেন এবং কমিটির স্বার্থে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন, কিংবা অব্যাহতি নিয়েছেন, তারা সহ কমিউনিটির অন্যান্য গুণীজনদের সমন্বয়ে সর্বজনীন উদযাপন কমিটি করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।