আজ সোমবার বিসিবি জানিয়েছে, কুইন্সটাউনে দলের প্রথম অনুশীলন সেশনে গত বৃহস্পতিবার চোট পেয়েছিলেন মোসাদ্দেক। সেই চোটই তাকে এখনো ভোগাচ্ছে। আগামীকাল মঙ্গলবার কুইন্সটাউনে ক্যাম্পের শেষ দিনে জন ডেভিস ওভালে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি স্থানীয় ৫ জন ক্রিকেটার থাকবেন এই ম্যাচে। কুইন্সটাউনে ক্যাম্প শেষে বাংলাদেশ দল যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।