Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,১৭ র্মাচ ২০২১ঃভাসানচরে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন জাতিসংঘের একটি প্রতিনিধিদল।
বুধবার (১৭ মার্চ) দুপুরে প্রতিনিধিদলটি ভাসানচর পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জাতিসংঘ প্রতিনিধিদলে ১৮ জন সদস্য রয়েছেন। তারা সেখানে তিনদিন অবস্থান করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার পাশাপাশি সমস্যাগুলোও পর্যবেক্ষণ করবেন।

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনের শুরু থেকেই জাতিসংঘ বলে আসছে, সেখানে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার পর তারা একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে। সেই প্রতিবেদনেই তাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হবে।

এদিকে জাতিসংঘ প্রতিনিধিদলের সফর নিয়ে বাংলাদেশ সরকার বা জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। এর আগে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছিল।