Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ১৮  র্মাচ ২০২১ঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও ফোর লেন সড়ক একই সাথে নির্মাণের দাবিতে কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) জেলা কৃষক সমিতির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, এডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ।

বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমেও অনেক এলাকার কৃষক এখনও সেচের পানি না পেয়ে জমি রোপণ করতে পারেনি। অনেক এলাকার জমি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে।

নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক এক সঙ্গে নির্মাণের দাবি জানান বক্তারা।