Tue. Oct 21st, 2025
Advertisements
খােলাবাজার২৪, বুধবার, ২৪র্মাচ ২০২১ঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। অথচ একশ্রেণির লোক ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে আমাদের এ সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে।

তিনি বলেন, একাত্তর সালের পরাজিত ধর্ম ব্যবসায়ীরা নতুনভাবে সক্রিয় হয়ে নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আগত রাষ্ট্রীয় অতিথিদের আগমন প্রতিহত করার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যন্ত্রকৌশল বিভাগের ডিন ড. মো. কামরুজ্জামান ও প্রফেসর ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, গণিত বিভাগের প্রফেসর আবু নাঈম শেখ, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড. নজরুল ইসলাম প্রমুখ।