Mon. May 17th, 2021

খােলাবাজার২৪, বুধবার, ২১এপ্রিল ২০২১ঃ বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ জন।

বুধবার (২১ এপ্রিল) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩০৯টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে বগুড়া সদরে ৩৫ জন, শেরপুরে ৪ জন, দুপচাঁচিয়ায় ৩ এবং বাকি একজন শিবগঞ্জের বাসিন্দা। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন।

মারা যাওয়া তিন জনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৪ জন মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৮৬ জন, মারা গেছেন ২৮২ জন। চিকিৎসাধীন আছেন এক হাজার ৬৬ জন।