খােলাবাজার২৪, মঙ্গলবার, ০২জুন, ২০২১ঃ গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাধারণ জনগণের অনুকূলে গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ শেয়ার ইস্যু করার জন্য ইস্যু ম্যানেজার হিসাবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস-কে নিয়োগ দিয়েছে।
এ উপলক্ষ্যে ০২ জুন ২০২১ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, এফসিএ এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এ সময়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারোয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব ইস্যু ম্যানেজমেন্ট এইচ. এ.মামুন, লঙ্কাবাংলা সিকিউরিটিস লিমিটেডের সিইও খন্দকার সাফ্ফাত রেজা, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব প্রাইমারী মার্কেট সার্ভিসেস্ মোঃ খালেদ হাসানসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।