খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে এস.এম. মঈনুল কবীর পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ছিলেন। তিনি ১৯৯৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি যথাক্রমে এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০০৪ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ হতে ব্যাচেলর অফ কমার্স ও মাস্টার্স অফ কমার্স এবং ম্যানেজমেন্ট স্টাডিজে এমবিএ স¤পন্ন করেন।