Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ১৪ জুন, ২০২১ঃ জুন ১৪, ২০২১তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষেফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২টি উপশাখারশুভ উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো- পালিমা উপশাখা, এম. এম. সুপার মার্কেট, পালিমা, কালিহাতি, টাঙ্গাইল ও বাশবাড়িয়া উপশাখা, মনসুর আলম চৌধুরী মার্কেট (২য় তলা), বাশবাড়িয়া, সীতাকুন্ড, চট্টগ্রাম।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়জনাবআবদুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।