Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ঃ দেশের শীর্ষ ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের জন্য বিশেষ গিটার নির্মাণ করেছে সংগীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোশ কাস্টমস’। জেমসের বিখ্যাত ‘তারায় তারায়’ গানের আদলে তৈরি এই গিটার নামও রাখা হয়েছে গানের নামে। গিটারের গায়ে খোদাই করে লেখা হয়েছে ‘জেমস’ নামটিও।

জানা গেছে, জেমসকে উপহার দেওয়ার জন্য বিশেষ এই গিটার নির্মাণ করেছেন ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। যিনি ব্যান্ড আরবোভাইরাসের ড্রামার। সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি উপহার হিসেবে তুলে দেন তিনি।

এ প্রসঙ্গে নাফিজ আল আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গিটারটি তৈরির মূল উদ্যোক্তা চিশতী ইকবাল ভাই (আইনজীবী, পরামর্শক ও সংগীতপ্রেমী)। জেমস ভাইকে উপহার দিবেন বলে তিনিই আমাকে বলেছিলেন এমন একটি গিটার বানাতে। এরপর আমাদের পরিকল্পনার সঙ্গে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন। সবার যৌথ প্রয়াস ও আগ্রহে কাজটি করতে পেরেছি। নাম নয়, বরং জেমস ভাই বেশি খুশি হয়েছেন গিটারটি মেড ইন বাংলাদেশ জেনে। গিটারটিতে আমরা দিয়েছি একেবারে দেশি কাঠ। এটি জানতে পেরেও তিনি খুব খুশি হয়েছেন।’

বিশেষ এই উপহার প্রসঙ্গে নগরবাউল ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের ভাষ্য, ‘এটা নিঃসন্দেহে একজন মিউজিশিয়ানের জন্য সর্বোচ্চ উপহার। সম্মানও বটে। এখন অপেক্ষার পালা গিটারটি নিয়ে মঞ্চে ওঠার।