খােলাবাজার২৪, শুক্রবার, ১৮ জুন, ২০২১ঃ আব্দুল আউয়াল বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় উপজেলায়র সলিয়াবাকপুর ইউনিয়নে জমে উঠেছে ইউপি নির্বাচন। ৩নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লার পক্ষে উঠান বৈঠকে জনতার ঢল সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল হোসেন খান তার মোরগ মার্কার প্রচারণা স্থগীত করে আওয়ামী লীগের কর্মী আনোয়ার হোসেনের ফুটবল মার্কায় সমর্থন দিয়েছেন।
সমর্থন দেয়ার পরপরই ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আবু তুর্কি টুলুর টিউবওয়েল মার্কায় ভোট দিলে কোন উন্নয়নের সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। তাই আওয়ামী লীগকে সমর্থন করে এমন ব্যক্তিকেই আপনাদেরকে ভোট দিতে হবে।
যারা ধর্মের লেবাস ব্যবহার করে অন্তরে তা লালন করে না তাদের থেকে সাবধান থাকার অনুরোধ করেন ১৭ জুন বিকেলের আনোয়ার হোসেনের ফুটবল মার্কার উঠান বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে হাজী মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ৩নং ওয়ার্ডের সর্বজন শ্রদ্ধা ভাজন আব্দুর রশিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মো. জাকির হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহম্মেদ ছিরন, আলমগীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক মো. সবুর তালুকদার। মোঃ শহিদুল ইসলাম
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খাদেম আলী, মো. হানিফ ফকির, শাজাহান ফকির, নুরুল ইসলাম ফকির, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল ফকিরসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
একই দিন রাতে খেজুরবাড়ি আবাসনে আনোয়ার হোসেনের ফুটবল মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুটি উঠান বৈঠকেই মানুষের উপস্থিতি জনসভায় রূপ নেয়।