Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, রবিবার, ২০ জুন, ২০২১ঃ রাজবাড়ীতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান আতথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

জানা যায়, গত ১৪ দিনে রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে সাত শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি। ফলে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১ মিনিট থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় এ সিদ্ধান্ত কার্যক্রর হবে।