খােলাবাজার২৪, সোমবার, ২১ জুন, ২০২১ঃ চেক বই বা ডেবিট কার্ড সঙ্গে না থাকলেও সমস্যা নাই। মোবাইলের মাধ্যমেই যেকোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে কিউ আর কোড স্ক্যান করে।“এসআইবিএল নাউ” অ্যাপে নতুন সন্নিবেশিত সার্ভিসটি আজ উদ্বোধন করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকেরপ্রধানকার্যালয়েভার্চুয়ালপ্লাটফর্মে আয়োজিতএক অনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও প্রধাননির্বাহীকাজীওসমানআলীনতুন এই সার্ভিসটিরআনুষ্ঠানিকউদ্বোধনকরেন। অনুষ্ঠানেব্যাংকেরউপ-ব্যবস্থাপনাপরিচালকআবুনাসের চৌধুরী ও মোঃসামছুলহক, কোম্পানিসচিবআব্দুলহান্নানখান, আইসিটিডিভিশনেরপ্রধান মোঃসুলতানবাদশা, মার্কেটিং এন্ড ব্র্যান্ডকমিউনিকেশনডিভিশনেরপ্রধান মোঃ মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম উপস্থিত ছিলেন। ভার্চুয়ালপ্লাটফর্মে এ সময়ব্যাংকেরবিভিন্ন বিভাগীয় প্রধান ও শাখারব্যবস্থাপকগণ যুক্ত ছিলেন।
প্রধানঅতিথির বক্তব্যে ব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও প্রধাননির্বাহীকাজীওসমানআলীউল্লেখকরেন, সোশ্যালইসলামীব্যাংকলিমিটেড প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবাপ্রদানেসবসময়অগ্রগামীএবং সে লক্ষ্যে ‘‘এসআইবিএল নাউ” অ্যাপে সংযুক্ত হলো কিউ আর কোড স্ক্যান করে নগদ টাকা উত্তোলনের সুবিধা। গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে এসআইবিএল সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।