Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২৭জুন,২০২১ঃ ডিজিটাল সেবায় নতুন দিগন্তের উম্মোচন করলো অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির প্রযুক্তিভিত্তিক সেবা এটিএম, পিওএস ,আরটিজিএস, এজেন্ট ব্যাংকিং ,ডিজিটাল লেনদেন (ব্যাংক থেকে বিকাশ, বিকাশ থেকে ব্যাংক) সেবার সাথে যুক্ত হলো ঘরে বসে যেকোন সময় হিসাব খোলার মোবাইল অ্যাপস। গত ২৭.৬.২০২১ ইং তারিখে বিকেল ৫.৩০ মিনিটে অগ্রণীর আইটি এন্ড এমআইএস ডিভিশন আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের হিসাব খোলার মাধ্যমে ‘ই অগ্রণী হিসাব’ মোবাইল অ্যাপস এর উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
অগ্রণী ব্যাংক এর চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ওয়েবিনারে সংযুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মফিজ উদ্দিন আহমেদ, কাশেম হুমায়ুন ,ড. মোঃ ফরজ আলী, কে.এম.এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল,বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক এ কে এম ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
উক্ত ওয়েবিনারে আরো সংযুক্ত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক এর বিভিন্ন পর্যায়ের নির্বাহীগণ, সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউজের সিইও শরীফুল ইসলাম, মালয়েশিয়ার সিইও খালেদ রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তাঁর বক্তৃতায় বলেন- অগ্রণী ব্যাংক এর ‘মোবাইল অ্যাপস’ এর মাধ্যমে হিসাব খোলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বড় ধরনের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। এ করোনা মহামারীর সময় এটি হবে একটি কার্যকর সেবা।
সবুজ অর্থায়নে প্রথম এবং পদ্মাসেতুতে অগ্রণী ব্যাংক এর ১ বিলিয়ন ডলারের উপরে বৈদেশিক মুদ্রার যোগানদাতা হিসেবেও অগ্রণী ব্যাংক এর প্রশংসা করে মোবাইল অ্যাপস এ তার প্রথম হিসাব খোলায় তিনি অগ্রণী ব্যাংক এর সকলকে আন্তরিক অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ড.জায়েদ বখত্ রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে রেমিট্যান্সে শীর্ষে অগ্রণীর আমানত লাখ কোটি টাকার ক্লাবে সহ বিভিন্ন সূচকে অগ্রণীর এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন-‘ ভিশন-২০৪১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই লক্ষ্যমাত্রা পুরণে অগ্রণী ব্যাংক বদ্ধপরিকর থাকবে দেশ ও জাতির সেবায় ।
এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন -‘জাতির পিতার প্রদত্ত নাম ধারন করে অগ্রণীর অবিরত অগ্রযাত্রায় ঘরে বসে যেকোন সময় ‘ ই অগ্রণী হিসাব’ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।’ রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংক হিসেবে প্রথম আর্বিভূত হবে এ আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।