খােলাবাজার২৪,সোমবার,২৮জুন,২০২১ঃ আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৮জুন, ২০২১ তারিখে কক্সবাজারের দ্বীপদেশ মহেশখালীতে নতুন বাজার শাখা এবং বিভাগীয় শহররংপুরে রংপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখা দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহক বগণ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।