খােলাবাজার২৪,মঙ্গলবার,২৯জুন,২০২১ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি না করে এখন সরকারের পতন ঘটাতে হবে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সব কিছুর সমাধান একটাই। যেদিন সরকারকে নামাতে (ক্ষমতা থেকে) পারবেন, সেদিন এই আদালতও খালেদা জিয়ার জামিন দেবেন।
খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেওয়া হলো না? প্রধান বিচারপতির কাছে এ প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ফাঁসির আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা না। আমরা আপনাদের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অনেকে বক্তব্য দেন।