Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০১জুন,২০২১ঃ মা হলেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ (১ জুলাই) আনুমানিক ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া রহমান।

বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। মেয়ের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন।

আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই সিনেমাটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। সিনেমাটিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকের মাঝে প্রশংসিত হয়। সেখান থেকে অনেকেই আয়নাবাজির নাবিলা বলেও সম্বোধন করে তাকে।