খােলাবাজার২৪,শুক্রবার,০২জুন,২০২১ঃ সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমে দ্বিতীয় দিনে অযৌক্তিকভাবে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার এবং এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই গ্রেফতার এবং জরিমানা করা হয়। সন্ধ্যায় ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, ডিএমপি’র ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সংগে ৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল লকডাউনের প্রথম দিনে ডিএমপি’র ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। সেই সংগে গাড়ির বিরুদ্ধে ২৭৪টি মামলা দেওয়া হয়। এসব মামলায় জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এ সময় রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি এবং জব্দ করা হয়েছে ৬টি গাড়ি।