বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট জন গুলিবিদ্ধ রয়েছেন।
গুলিবিদ্ধ আহতরা হচ্ছেন চরএলাহী ইউপি’র ৪ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন (৩৫), ফিরোজ (২৫), সাদ্দাম হোসেন (৪০), ইলিয়াছ (২৫), ইউছুফ (৩০), রুবেল (২৮), সবুজ (৩৫) ও মো. বাহার (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’র অনুসারী চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল-এর অনুসারী চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক-এর কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সবাই আব্দুল গনি’র কর্মী-সমর্থক বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফ উদ্দীন আনোয়ার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। কয়েকজন গুলিতে আহত হয়েছেন। ঘটনার সংগে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।