Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,০২জুন,২০২১ঃ রাজর্ষি দে‌‌’র সৌজন্যে ভারতের বড় পর্দায় নাকি পা রাখতে চলেছেন রাফিয়াথ রাশিদ মিথিলা। শোনা যাচ্ছে রাজর্ষি দে‌‌’র আগামী ছবির শেকস্পিয়ারের ‘ম্যাকবেথ’। যাতে লেডি ম্যাকবেথ হয়ে ফিরছেন মিথিলা। মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিলো। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

রাজর্ষি মানেই তারকাখচিত ছবি। শোনা যাচ্ছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’এর বেশিরভাগ অভিনেতা এই ছবিতে অভিনয় করবেন। সেই অনুযায়ী থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

নতুন ছবি নিয়ে মুখ খুলেছেন রাজর্ষি দে‌‌। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘পুরোটাই গুজব।’ তিনি বলেন, ‘আমি গত বছরের শেষ দিকে আবার কাঞ্চনজঙ্ঘা-এর শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিলো। অতিমারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগে নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না। মিথিলাকে নিয়ে কোনো কথা বলেননি পরিচালক।