Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,০৪ জুলাই,২০২১ঃ মাদক সেবনের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন দিলদার ও নাজমুল হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। পরে বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বাগজানার সাবুর ছেলে দিলদার হোসেন ও উত্তর গোপালপুর গ্রামের হাফিজের ছেলে নাজমুল।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, কয়েকদিন আগে ফেসবুক আইডিতে ফেনসিডিল, ভারতের নানান ব্যান্ডের মদের বোতল হাতে ও মদ্যপানের ছবি নিয়ে তারা পোস্ট করে তারা। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ তাদের খুঁজছিল। তারা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। অবশেষে বাগজানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।