Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,০৬জুলাই,২০২১ঃ পুঁজিবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মধ্যকার এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর আজ মঙ্গলবার রাজধানীর ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসবিএসি ব্যাংকের এসভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী, ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম এবং সিএসই’র ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময়ে ডিএসই’র চিফ অপারেটিং অফিসার এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের স্বপ্না রায় প্রমুখ উপস্থিত ছিলেন।