Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৮জুলাই,২০২১ঃ করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর কিছুটা স্থিতিশীল অবস্থায় আসা ভারতে পরপর দুই দিন দৈনিক শনাক্ত বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, আজ বৃহস্পতিবার আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪৫ হাজার ৮৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮১৭ জনের।

আগের দিন বুধবারের শনাক্ত রোগীর চেয়ে এ সংখ্যা দুই হাজারের কিছুটা বেশি। গত মঙ্গলবার ভারতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হওয়ার পর থেকে টানা দুই দিন নতুন রোগীর সংখ্যা বাড়ল।

দেশটির বেশ কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের ডেল্টা প্লাস সংক্রমণ শনাক্ত হওয়ার মধ্যে আক্রান্তের সংখ্যার এ বৃদ্ধি ঘটল।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা তিন কোটি সাত লাখ নয় হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে।

কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট চার লাখ পাঁচ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।

টানা ১৭ দিন ধরে ভারতে পজিটিভিটির হার তিন শতাংশের নিচে রয়েছে। এদিন দেশটিতে পজিটিভিটির হার দুই দশমিক ৪২ শতাংশ ছিল।

৬১ লাখ ২২ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে।