Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,০৯জুলাই,২০২১ঃ খুলনার রূপসা এলাকায় ভয়াবহ মহামারি করোনার চলমান বিধিনিষেধে বিপর্যস্ত কর্মহীন, দুস্থ জনগোষ্ঠীর মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে মহানগর বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে রূপসা মসজিদ এবং জোড়াবাজার এলাকায় রান্না করা খিচুরি বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতা সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।

ভয়াবহ মহামারি করোনার চলমান বিধিনিষেধে বিপর্যস্ত দরিদ্র খেটে খাওয়া, দুস্থ মানুষদের মধ্যে এসব রান্না করা খিচুরি বিতরণ করা হয়।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে।

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬৯ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ২৭২ জন।