খােলাবাজার২৪,মঙ্গলবার,১৩জুলাই,২০২১ঃ অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও তার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদ , কর্মচারী সংসদ (সিবিএ) আয়োজিত কেন্দ্রীয় নামাজ ঘরে স্বাস্থ্যবিধি মেনে গত ১৩.০৭.২০২১ ইং তারিখে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ।
উক্ত দোয়া মাহফিলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামসহ, তাঁর পরিবারের আশু রোগমুক্তি কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিুকল ইসলাম, অফিসার সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, কেন্দ্রীয় কর্মচারী সংসদ (সিবিএ) এর সভাপতি, সাধারন সম্পাদক সহ উধ্বর্তন নির্বাহী, কর্মকর্তাগণ।
ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন মহা ব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ, সকল সার্কেল, ডিভিশন, কর্পোরেট শাখার মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক বৃন্দ, সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ সহ সারা বাংলাদেশের শাখা পর্যায়ের ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত দোয় মাহফিলে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ছাড়াও অগ্রণী ব্যাংক এর মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য যারা করোনায় আক্রান্ত এবং যারা করোনায় মৃত্যুবরণ তাদের জন্যও দোয়া করা হয়।