খােলাবাজার২৪,মঙ্গলবার,১৩জুলাই,২০২১ঃ দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন ও মৃত্যুহার আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় জনগনের জরুরী চিকিৎসা সেবায় সরকারের করনীয় সম্পর্কে বিএনপির দাবি সম্বলিত স্মারকলিপি আজ বেলা ১২টায় পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসনাত ইউসুফ জাকী এর কাছে হস্তান্তর করেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ আবুল কালাম আকন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত সহ বিএনপি নেতৃবৃন্দ ।
স্মারকলিপিতে জেলায় সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমনে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লোনজেল, সিলিন্ডার, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অথ বরাদ্দ ও অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যাবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।