Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,১৬জুলাই,২০২১ঃ মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সকাল ১১টায় তিনি ঘাটদুটি পরিদর্শন করে সার্বিক দিক নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে মতবিনিময় করেন।

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, ঈদের ছুটি ঘোষণায় দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলার যাতায়াতের অন্যতম রুট এটি। ঈদ উপলক্ষে এই নৌপথে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যায় বহুগুণ। ইতোমধ্যে এ দুটি ঘাটে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীরা যেন ফেরিতে গাদাগাদি না করতে পারে, সে বিষয়ে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরে নৌ প্রতিমন্ত্রী রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌপথ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

অপরদিকে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনে আসেন। এ সময় পুলিশ সুপার ও বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়। করোনাকালীন সময়ে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সে বিষয়ে খোঁজ নেন এসপি।

এ সময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবিরের সঙ্গে যাত্রী ও পরিবহণের নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলেন এসপি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাফিজুর রহমান, শিবালয় সার্কেলের এএসপি তানিয়া সুলতানা, বিআইডব্লিউটিসি এর আরিচা সেক্টরের ডিজিএম মো. জিল্লুর রহমান।