খােলাবাজার২৪,রবিবার,১৮জুলাই,২০২১ঃ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রেজারি চালান জমা দেওয়ার প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ফজলে কাইয়ুম, এ.কে.এম. আতিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। এই স্বয়ংক্রিয় ট্রেজারি চালান সিস্টেমের মাধ্যমে গ্রাহকগণ যমুনা ব্যাংকের সকল শাখায় কাস্টমস ডিউটি, ভ্যাট, কর, আবগারি শুল্ক এবং পাসপোর্ট ফি সরকারী তহবিলে জমা দিতে পারবেন।