খােলাবাজার২৪,রবিবার,১৮জুলাই,২০২১ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় রাজধানীর লালমাটিয়ায় ‘মেহমানখানা’র মহৎ উদ্যোগ ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদ অনুদানের ছয়টি চেক মেহমানখানার উদ্যোক্তা ও থিয়েটারকর্মী আসমা আক্তার লিজাকে হস্তান্তর করেন। এসময়ে ব্যাংকের এসভিপি ও কোম্পানি মোঃ মোকাদ্দেস আলী, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মোঃ আসাদুল্লাহিল গালিব, মেহমানখানার স্বেচ্ছাসেবক জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।