Mon. Apr 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,১৮জুলাই,২০২১ঃ খেলাফত হোসেন খসরু,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সাইদুর রহমান।
মোহাম্মদ সাইদুর রহমান এর আগে চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার (১১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাকে পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার করা হয়।

মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডার অফিসার হিসাবে যোগ দান করেন। সর্বশেষ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় পুলিশ সুপার (টিএম, আই এবং রোহিঙ্গা শরণার্থী) পদে কমর্রত ছিলেন। মোহাম্মদ সাইদুর রহমান মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের সন্তান।