Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক (এস্টেট) ও প্রধান সমন্বয়কারী (সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট) মাহবুবুর রহমান তুহিন এসব সিলিন্ডার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে হস্তান্তর করেন।
এসময় মাহবুবুর রহমান তুহিন বলেন, বসুন্ধরা গ্রুপ মানুষের কল্যাণে কাজ করে। দেশের মানুষের প্রতিটি সংকটময় মুহূর্তে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে আছে। করোনার প্রথম ঢেউয়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সবর্বৃহৎ করোনা ডেডিকেটেড হাসপাতাল নির্মাণ করে বসুন্ধরা গ্রুপ। কোভিড ফ্রন্টলাইনারদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় করোনা মাহামারিতে মানুষের সুরক্ষায় দেশের সকল জেলায় অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালগুলোতে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। দেশেরে বিভিন্ন জেলায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

এসময় জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মতো নরসিংদীতেও করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের করোনা হাসপাতালে আসনের তুলনায় রোগীর সংখ্যা বেশি। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে।

সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (নগর পরিকল্পনাবিদ) মোহাম্মদ মামুনুর রশীদসহ প্রমুখ।