Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৯আগস্ট,২০২১ঃ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ আবদুস সোবহানের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশ মসজিদসহ বিভিন্ন ব্লকে অবস্থিত জামে মসজিদসমূহ, রিভারভিউ আবাসিক এলাকার জামিয়াতুল আবরার মাদ্রাসা মসজিদ, চট্টগ্রামের শোলকবহর মাদ্রাসা মসজিদ, ফটিকছড়ি মাদ্রাসা মসজিদ, বগুড়া জামিল মাদ্রাসা মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মসজিদ-মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসমূহের জামে মসজিদ এবং অফিসসমূহের মসজিদগুলোতেও বাদ জোহর মরহুম আলহাজ আবদুস সোবহানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে সোমবার সকালে রাহমানিয়া মাদরাসার হেফ্জ বিভাগের ছাত্র ও ওস্তাদ এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বনানীতে মরহুমের কবর জিয়ারত এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করেন।