Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,১০আগস্ট,২০২১ঃ বিভাগীয় শহর ময়মনসিংহে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নতুন আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব ভবন স্থাপনের লক্ষ্যে নির্মিতব্য ৮ (আট) তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান এনডিসি (অতিরিক্ত  সচিব)।

গত সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন  (বিসিক) এর আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহ এর নির্মিতব্য ৬ (ছয়) তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বিসিকের সেবা বিকেন্দ্রীকরণ ও সহজীকরণের লক্ষ্যে বিসিক চারটি বিভাগীয় শহরে ( ময়মনসিংহ, রংপুর, সিলেট ও খুলনায়) আরো ৪টি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।  তৃণমূল পর্যায়ে শ্রমঘন শিল্পায়নের ধারা বেগবান করার লক্ষ্যে ও অর্থনৈতিক বৈষম্য নিরসনকল্পে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তা দপ্তরের মন্ত্রী হিসেবে) প্রাদেশিক আইন পরিষদে ১৯৫৭ সালে ‘ইস্ট পাকিস্তান স্মল ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট’ উপস্থাপন করেন, যার মাধ্যমে ইপসিক প্রতিষ্ঠিত হয়-স্বাধীনতাউত্তরকালে যা বিসিক নামে আত্মপ্রকাশ করে।

বর্তমানে বিসিক সারাদেশে ৬৪ জেলাকে ৪ টি অঞ্চলে (ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম) ভাগ করে ৪টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্নমূখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বৃহৎ শিল্পের উন্নয়নেও বিসিক কার্যক্রম পরিচালনা করছে। ২০৪১ সালে মাননীয় প্রধান কর্তৃক উন্নত রাষ্ট্র করার ঘোষণার আলোকে বিসিক নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত উন্নত রাষ্ট্র গঠনে বিসিক ১২টি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছে এবং এ লক্ষ্য অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করে  যাচ্ছে।

নতুন চারটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে ৮টি বিভাগীয় শহরে ৮টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ;  সহজীকরণ, দ্রুততম সময়ের মধ্যে সেবা গ্রহীতাদের সেবা প্রাপ্তী, অর্থের ও সময়ের সাশ্রয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিক।

বর্তমানে ময়মনসিংহসহ ঢাকা বিভাগের ১৭ (সতের) টি জেলার সম্মানিত উদ্যোক্তাদেরকে বিসিকের নানা সেবা গ্রহণের জন্য ঢাকা আঞ্চলিক কার্যালয়ে আসতে হয়। এতে উদ্যোক্তাদের অধিক পথ ভ্রমণের ধকলের পাশাপাশি ব্যয় হচ্ছে অধিক অর্থ ও মূল্যবান সময়। এই বিষয়টি সামনে রেখে বিসিককে অধিকতর উদ্যোক্তাবান্ধব করার লক্ষ্যে আশেপাশের জেলাগুলোকে নিয়ে ময়মনসিংহে বিসিকের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয় বিসিক। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই বিসিক জেলা কার্যালয় চত্ত্বরে নির্মিত হতে যাচ্ছে আধুনিক, দৃষ্টিনন্দন, ও সুপরিসর আঞ্চলিক কার্যালয় ভবন।

বিসিক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুস ছালাম জানান, আট কোটিরও অধিক টাকা ব্যয়ে ৫ হাজার ২০০ স্কয়ার ফুটের ৮তলা ভিত্তির উপর বর্তমানে ৬তলা সম্পন্ন করা হবে। এই ভবনে আঞ্চলিক কার্যালয় ছাড়াও ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে  বিসিক পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল খালেক, ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান, বিসিক উপব্যবস্থাপক উম্মে সালমাসহ বিসিক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।