Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,১৩আগস্ট,২০২১ঃ খেলাফত হোসেন খসরু পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহরে যশোরের কেশবপুরের হিংস্র হনুমানের দাপট ক্রমশ বেড়েই চলেছে। খাবারের সন্ধ্যানে হনুমানগুলো জেলা শহরে এসে বিভিন্ন আবাসিক এলাকায় উৎপাত শুরু করায় শিশু ও পথচারিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুক্রবার দুপুরে শহরের সিআই পাড়ায় আলোকিত বাংলদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় হিংস্র দুটি হনুমান।
এ সময় আত্ম রক্ষার্থে দৌর দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পিরোজপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মামুন জানান, তিনি জু’মা নামাজ আদায় করতে দুপুরে রাস্তায় বের হন। এমন সময় কৌতুহলবসত তিনি দুটি হনুমানকে রাস্তায় দেখে পকেটের সেল ফোন বের করে ছবি তুলতে উদ্যত হন। কিংকর্তব্যবিমুখ হনুমান দুটো তাকে আঘাত করতে ধাওয়া করলে তিনি একটি বাড়ির লোহার গেট থেকে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এসময় মামুন লোহার গেটে প্রচ›ড জোড়ে ধাক্কা খেলে তার বাম পায়ে প্রচন্ড চোট লেগে হাড় ফেটে যায়। এছাড়াও, তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত জখম হয়।