খােলাবাজার২৪,শনিবার,১৪আগস্ট,২০২১ঃসরকারি অর্থ ব্যয়ে অধিক স্বচ্ছতা আনয়ন ও বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে “iBAS++ Budget Preparation & Execution” শীর্ষক একটি সময়োপযোগী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিসিক প্রশিক্ষণ শাখার মাধ্যমে পরিচালিত “iBAS++ Budget Preparation & Execution” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অদ্য ১৪-০৮-২০২১ তারিখ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবন, ১৩৭-১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা- এর ৭ম তলার সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
উক্ত কোর্সে বিসিকের চলমান প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণ, পুরকৌশল বিভাগ, পরিকল্পনা ও গবেষণা বিভাগ এবং প্রকল্প বিভাগের কর্মচারী মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ও অডিট আপত্তিজনিত সমস্যা নিরসনের জন্য বর্তমানে iBAS++ প্রক্রিয়া চালুকরণের জন্য বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে বর্ণিত প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আইবাস++ পরিচিতি ও এর পরিধি, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন মডিউল ও এর কার্যক্রম, অনলাইনে সরকারি অর্থছাড়ের প্রক্রিয়া, মধ্যমেয়াদী বাজেট প্রণয়ন প্রক্রিয়া, বাজেট বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করেন।
কোর্সটিতে রিসোর্স পার্সন হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের iBAS++ সফটওয়্যার বিষয়ক আইটি কনসালট্যান্ট জনাব তাপস কুমার চৌধুরী অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত কোর্সের কোর্স পরিচালক হিসেবে জনাব লায়লা জেসমিন, ব্যবস্থাপক, প্রশিক্ষণ শাখা, বিসিক, ঢাকা সুষ্ঠুভাবে কোর্স পরিচালনা করেন এবং প্রশিক্ষণ কর্মকর্তা জনাব পুলক কুমার দেব কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক ছুটির দিনে প্রশিক্ষণ শাখার সকল কর্মকর্তা/কর্মচারিদের এবং উপকরণ শাখার সংশ্লিষ্টদের সহযোগীতায় কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে।