Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার ,১৮আগস্ট,২০২১ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও সকল শহীদের স্মরণে ও শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় এস.এম. মঈনুল কবীর ও নুরুদ্দিন মোঃ সাদেক হোসাইন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থতি ছলিনে। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক অফিসের ইনচার্জবৃন্দ, সকল শাখা ও উপশাখার প্রধানগণ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উক্ত শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দ’ুআ ও মুনাজাতের মাধ্যমে সভার কর্মসূচি সমাপ্ত করা হয়।