Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৯আগস্ট,২০২১ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফ মনির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়। এই ভয় থেকেই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াাট অপপ্রচার চালাচ্ছে। বিএনপি অতীতে যেমন জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরশাসন-গণতন্ত্র বিরোধী অপশক্তির চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, ভবিষ্যতে ও জাতীয়-রাজনৈতিক সংকটে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।