খােলাবাজার২৪,শনিবার,২১আগস্ট,২০২১ঃ নাহার আকতার, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শনিবার দুপুরে ২৩ টি পুকুরে সাড়ে ৫শ’মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম উপজেলা প্রশাসন ও থানার পুকুরে মাছ অবমুক্তকরণের উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন, উপজেলা ভাইস মোজাম্মেল হক মোজাম, সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. হুমায়ুন কবির মোল্লাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।