Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২২আগস্ট,২০২১ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চট্রগ্রাম জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২১ হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম-এ ২১ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের নিবার্হী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, নিবার্হী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব আহামেদুল হক ও আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রাম জোনাল হেড এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং জোনের শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালনা পর্ষদ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা এবং ব্যাংকের ২০২১ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করেন।