খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬আগস্ট,২০২১ঃ গতকাল ২৫ -০৮-২০২১ ইং বুধবার, আনুমানিক বিকেল সারে পাঁচটায় ফরিদপুরে পদ্মায় এক মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১৩ জনকে উদ্ধার করা গেলও ২জন এখনো নিখোঁজ রয়েছে। গতকাল ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক পিকনিকের উদ্দেশ্যে একটি ট্রলার যোগে পদ্মা নদীতে নৌ ভ্রমনে বের হন। ভ্রমন শেষে ফিরে আসার পথে ট্রলারটি সি এন্ড বি ঘাটের কোন একটি জায়গায় নিমজ্জিত হয়।এই ঘটনায় ১৩ জন শিক্ষককে অন্য নৌযানের সহায়তায় জীবিত উদ্দার করা সম্বভ হলেও ০২ জন শিক্ষক এখন পর্যন্ত নিখোজ রয়েছেন। উদ্দারকৃতরা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিখোঁজ ব্যাক্তিদেরকে উদ্ধারের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারী সংস্থাসহ স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সুত্রে নিখোজ শিক্ষকদের নাম পরিচয় পাওয়া যায়। নিখোঁজ ব্যাক্তিরা হলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ আলমগীর হোসেন এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আজমল হোসেন। এই দুর্ঘটনায় নিখোঁজদের পরিবার এবং এলাকার মানুষের মাঝে যথ উৎবিগ্নতা ও বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে।