খােলাবাজার২৪,শুক্রবার,২৭আগস্ট,২০২১ঃ দুই বছর ক্যান্সারে ভূগে সম্প্রতি মারা যান অস্ট্রেলিয়ার কৃষক বেন জ্যাকসনের প্রিয় আন্টি ডেবি। জ্যাকসন বাস করেন নিউ সাউথ ওয়েলসে। করোনার কারণে ৪০০ কিলোমিটার দূরের কুইন্সল্যান্ডে ডেবিকে শেষ দেখা দেখতেও যেতে পারেনি এই কৃষক। তাই নিজের পালিত ভেড়া দিয়ে হৃদয় চিহ্ন তৈরি করে আন্টিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জ্যাকসন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই কৃষক প্রথমে মাঠে বিশাল আকারের হৃদয় চিহ্নটি তৈরি করেন শস্য বিছিয়ে। তারপর ভেড়া ছেড়ে দেন। এগুলো যখন শস্য খেতে শুরু করে তখন স্বয়ংক্রিয়ভাবে হৃদয় চিহ্ন তৈরি হয়ে যায়। কয়েকবার চেষ্টার পর তিনি সফল হন।
কাজের ফলাফল একটি ড্রোনের মাধ্যমে ধারণ করেছিলেন জ্যাকসন। অনলাইনে শেয়ার করার পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আন্টি ডেবির শেষকৃত্যুর আগে ভিডিওটি আত্মীয়স্বজনদের পাঠিয়েছেন জ্যাকসন।