খােলাবাজার২৪,শনিবার,২৮আগস্ট,২০২১ঃ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরাম। আজ ২৮ আগস্ট-২০২১, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নানা প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
মান্না বলেন, ‘এই যে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লড়াই। এটা শুরু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নয়, গোটা ছাত্রদের মুক্তির লড়াই, শিক্ষাকে মুক্ত করার লড়াই। শিক্ষার যদি মুক্তি হয় তাহলে অশিক্ষা, কুশিক্ষা, দুশাসন, ভোটচুরি, জোর করে ক্ষমতা দখল বন্ধ হয়ে যাবে। ওরা গদি ছাড়তে চায় না, ওদের ঠ্যাং ধরে টান দেব। বলব, বাবা নাম। যদি না মানে, তাহলে এত জোরে টান দেব যে, পা খুলেই যায় নাকি ভেঙে যায়।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘পরী মণির নাম কেন বলেন? পরী মণি কী ব্যবসা করেছে তা জানি না। তার বাসায় কারা যেত তাদের নামের লিস্ট দিয়েছে? নামের লিস্ট দিবে না। ওরা শুধু গরিব মানুষগুলোকে ধরবে, বড়লোকদের ধরবে না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় নাই। তিনি ঘর থেকে বের হতে পারেন না, কথা বলতে পারেন না। অথচ যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে, বিদেশে পাচার করে দিয়েছে, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি।’
এ সময় মানববন্ধনকারীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বলতে হবে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে? তোমাদের বলতে হবে, বিশ্ববিদ্যালয় খুলবে। তোমাদের বলতে হবে, কত সময়ের মধ্যে টিকা দিয়ে দিবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ভয় পান? ঊনসত্তরের গণআন্দোলনের কথা মনে হয়? কোটা আন্দোলনের কথা মনে পড়ে? নিরাপদ সড়ক আন্দোলনের কথা মনে হয়? ভ্যাট আন্দোলনের কথা? সেই ভয়ে খোলেন না? সারা দেশের লোক ছি ছি করে।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, যুবদলের নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।