খােলাবাজার২৪,বুধবার,০১ সেপটেম্বর,২০২১ঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাক লিমিটেড এর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সমাপনী দিবসে গত ৩১ আগষ্ট’২০২১ অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) কর্তৃক ‘ভার্চুয়াল আলোচনা সভা’র আয়োজন করা হয় ।
সভায় আলোচনা করেন অগ্রণী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, পরিচালক মোঃ কাশেম হুমায়ূন, কে,এম,এন মঞ্জুরুল হক লাবলু , উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় বঙ্গবন্ধু ও অগ্রণী ব্যাংক বিষয়ক একটি তথ্যকণিকা প্রর্দশন করেন মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ। সিবিএর সভাপতি খন্দকার নজরুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সিবিএর সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারন সম্পাদক মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, অগ্রণী ব্যাংক ইউনিট এর সদস্য সচিব মোস্তফা কামাল, অগ্রণী ব্যাংক সিবিএ’র বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।