খােলাবাজার২৪,বুধবার,০১ সেপটেম্বর,২০২১ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বরুড়া উপশাখা উপশাখা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চান্দিনা রোডস্থ বরুড়া উত্তর বাজারের কাজী টাওয়ারে আজ বুধবার ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন (বখতিয়ার), বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সোহেল আহমেদ প্রমুখ। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত হন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোঃ কামাল উদ্দিন, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ এবং ব্যাংকের বিভাগীয় প্রধানগণেরা। এছাড়া অনুষ্ঠানে উপশাখার তত্ত্বাবধায়ক শাখা আড্ডাবাজারের ব্যবস্থাপক মৃধা নাজমুল আহসান ও উপশাখার ইনচার্জ মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।