Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,০৭সেপ্টেম্বর ,২০২১ঃ আত্মহত্যা প্ররোচনা মামলা মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হবার পর মুনিয়ার বোন নুসরাত তানিয়া গতকাল সোমবার নতুন একটি উদ্দেশ্যমূলক মামলা দায়ের করেছেন।গতকাল সোমবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করা হয়। ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলা আমলে নেয়ায় আইনের গুরুতর ব্যত্যয় ঘটেছে বলে আইনজ্ঞরা মনে করছেন। মুনিয়ার মৃত্যুর পর গতকালের মামলার পর মোট ৩টি মামলা দায়ের হলো। মুনিয়ার আত্মহত্যার পর প্রথম মামলাটি দায়ের করেছিলেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। এটি ছিলো আত্মহত্যা প্ররোচনার মামলা। এরপর মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ মুনিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবী করে সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ হত্যা মামলায় প্রধান আসামী করা হয় চট্টগ্রামের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম শারুন চৌধুরীকে। মামলার অভিযোগে বলা হয় ‘শারুন তার লোকজনকে দিয়ে গুলশানের ফ্লাটে গিয়ে মুনিয়াকে হত্যা করে।’ মামলার অভিযোগে আরো বলা হয়েছিল যে ‘শারুন মুনিয়ার সংগে প্রেমের অভিনয় করে। মুনিয়া যখন তাকে বিয়ের জন্য চাপ দেয় তখনই শারুন তাকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে পেশাদার খুনি দিয়ে কৌশলে মুনিয়াকে হত্যা করে।’

যেহেতু সে সময়, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলাটি তদন্তাধীন ছিলো, তাই এই মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হয়।গত ১৯ জুলাই মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন প্রদান করে। ময়না তদন্ত রিপোর্ট এবং অন্যান্য আলামত বিশ্লেষণ ও তদন্ত করে পুলিশ নিশ্চিত হয় যে, ‘আত্মহত্যার কোন প্ররোচনা হয়নি।’ পুলিশের এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত তানিয়া নারাজি দরখাস্ত দেয়। আদালত এব্যাপারে নথিপত্র বিশ্লেষণ করে, নারাজি আবেদনটি নাকচ করে দেয়। ফলে, ১৮ আগস্টই আত্মহত্যা প্ররোচনা মামলাটি খারিজ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই, এরপর মুনিয়ার ভাইয়ের মামলাটি তদন্ত হবার কথা। কিন্তু অজ্ঞাত কারণে সেটি তদন্ত না করেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুসরাত একটি হত্যা ও ধর্ষণের মামলাটি পিবিআইয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনের দৃষ্টিতে এই মামলা অগ্রহণযোগ্য এবং বে আইনি।