খােলাবাজার২৪, রবিবার ১৯সেপ্টেম্বর ২০২১ঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় বিনিয়োগ বিতরণের জন্য এসএমই ফাউন্ডেশন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর এসএ মই ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকড. মোঃ মফিজুর রহমান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।